ভিডিও শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর ও ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত জ্বর ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। জানা যায়, সামান্য বৃষ্টি প্রচন্ড রোদে আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ট হয়ে উঠছে।

গত মাস ধরে বৃষ্টিতে শরীর ভিজে যায়। মাঝে মধ্যেই মাথায় বৃষ্টির পানি পড়ায় ঠান্ডা জনিত রোগ দেখা দিচ্ছে। এদিকে এ মৌসুমে ভাদ্র মাসের তাল পাকা গরমে শরীর ঘেমে তা আবার প্রচন্ড তাপদাহে তাৎক্ষণিক শুকিয়ে যাওয়া ঠান্ডা জনিত কাশি ও ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষেরা। গত ১৫ দিনে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠান্ডা জনিত নিউমোনিয়া, কাশি ও জ্বরে আক্রান্ত শিশু সহ সব বয়সী প্রায় অর্ধশত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে আবার অনেকেই সুস্থ হয়ে বাড়িও ফিরছেন।

উপজেলার সোনাখাড়া ইউনিয়নের ভূইয়ট গ্রামের লায়লা খাতুন জানান, গত চারদিন ধরে আমার শিশু ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে আমি শিশুকে নিয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি। এখন কিছুটা সুস্থ হয়েছে। এরপর সম্পন্ন সুস্থ হলেই বাড়ি ফিরব।

আরও পড়ুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার ও নার্সেরা জানান, এ মাসের সবচেয়ে ঠান্ডা জনিত জ্বর, সর্দি-কাশি, নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়েছে। আগত রোগীদের আমরা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শেষে সুস্থ করে তাদেরকে বাড়িয়ে ফিরে দিচ্ছি। নাম প্রকাশে অনুচ্ছুক হাসপাতালে কর্মরত অনেকেই জানান, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকায় রোগীদের বেশির ভাগ সময় হাসপাতালে বারান্দায় বিছানা দিয়ে তাদেরকে চিকিৎসা দিতে হয়। এটা যেমন রোগীদের জন্য কষ্টকর হয় তেমনি আমাদেরও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো: সামিউল ইসলাম রনি জানান, গত দুই সপ্তাহে ঠান্ডা জনিত রোগী সবচেয়ে বেশি এর মধ্যে ডায়রিয়া রোগীয় ও আছে। আবার চিকিৎসা নিয়ে সুুস্থ হয়ে বাড়ি ফিরছে। আশা রাখি তাপমাত্রা কিছুটা কমলে এ ধরনের রোগ থেকে মুক্তি পাবে সব বয়সের মানুষেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

তেঁতুলিয়ায় নীল আকাশের নিচে ডানা মেলতে শুরু করেছে অপরূপা কাঞ্চনজঙ্ঘা

ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কাজ এগিয়ে যাবে

বগুড়ার নন্দীগ্রামে শারদীয় উৎসবের আমেজ ঘরে ঘরে নাড়ু-মোয়া ও মুড়কির আনন্দ

জাতিসংঘের ভূমিকা মানবজাতির জন্য ইতিবাচক ও কল্যাণকরঃ প্রধান উপদেষ্টা

জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা