বগুড়ার নন্দীগ্রামে ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে খাদিজা খাতুন মিষ্টি (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা খাতুন ওই গ্রামের প্রবাস ফেরত ফরকান হোসেনের স্ত্রী। স্বামী ফরকান হোসেন জানান, আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) হাটের দিন হওয়ায় সকালে তিনি বাজারে যান।
দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে সেটি ভেঙে ভেতরে ঢুকে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরেই খাদিজা খাতুন আত্মহত্যা করে থাকতে পারেন।
আরও পড়ুনএ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
মন্তব্য করুন