দিনাজপুরের নবাবগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীর আত্মহত্যা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে নুরুন্নাহার (৪৭) নামে এক স্বামী পরিত্যক্তা নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ফতেপুর মাড়াষ গ্রামে। সে ওই গ্রামের মৃত রইচ উদ্দীনের মেয়ে।
নবাবগঞ্জ থানার এস.আই মনভোলা চন্দ্র দাস জানান, নুরুন্নাহার নিজ ঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তেরি করে লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।
মন্তব্য করুন