অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনা
বগুড়ার সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলার অধিনে সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ২১ নম্বর স্বারকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ পত্র সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অধিনে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইউসুফ আলী সম্প্রতি অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করত: জয়পুরহাট এলাকায় নারী ঘটিত ঘটনায় জড়িত থাকায় স্থানীয় জনতা তাকে আটক করেছিলেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলী বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনা যা অসদাচরণ এবং পলায়নের সামিল হেতু তাকে উল্লেখিত স্বারকে সাময়িক বরখাস্ত করা হয়।
আরও পড়ুনএ ব্যাপারে সান্তাহার এলএসডি খাদ্য গুদাম কর্মকর্তা ইউসুফ আলী অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ স্বীকার করলে নারী ঘটিত ঘটনা এড়িয়ে বলেন, সাময়িক বরখাস্তের পত্র এখনও পাইনি। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিনা অনুমতিতে অফিস ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন