পাবনার চাটমোহরে নারীসহ তিন মাদকদ্রব্য কারবারির কারাদন্ড
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে নারীসহ তিনজন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালতে এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের মাদকদ্রব্য বিক্রেতা হযরত আলী (৬০), ইসহাক আলীর স্ত্রী আয়েশা খাতুন (৩৫) ও পূর্ণচন্দ্রের ছেলে আশুতোষ মৈত্র (৬২)। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে হযরত আলী ও আয়েশা খাতুনকে গাঁজাসহ ও আশুতোষ মৈত্রকে চোলাই মদসহ আটক করেন।
আরও পড়ুনপরে ভ্রাম্যমাণ আদালত আশুতোষ মৈত্রকে এক মাস, হযরত আলীকে তিন মাস ও আয়েশা খাতুনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আটককৃতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন






