ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৮:৫৬ রাত

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পুরোটা সময় সিলেট টাইটানসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের। কিন্তু দলকে মাঝপথে রেখেই দেশে ফিরে গেলেন তিনি। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস কর্তৃপক্ষ।
 
 
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে বিপিএল খেলতে বাংলাদেশে আসেন মোহাম্মদ আমির। প্রথম ম্যাচ থেকেই খেলেছেন সিলেটের জার্সিতে। দলের তিনটি জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছেন এই বাঁহাতি পেসার।
 
 
বিবৃতিতে বলা হয়, ইতোমধ্যে পারিশ্রমিকের ৭০ শতাংশ অর্থ আমিরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আমিরের সঙ্গে বাংলাদেশ ছেড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও। দলের হয়ে চারটি ম্যাচ খেলেছেন সাইম। চার ম্যাচের অর্থ তাকে পরিশোধ করা হয়েছে।
 
 
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তান দলে ডাক পেয়েছেন সাইম আইয়ুব। মূলত সে কারণেই বিপিএল ছেড়েছেন এই অলরাউন্ড ক্রিকেটার। সিরিজ শেষে আবারও সিলেট দলে যোগ দিতে পারেন এই পাকিস্তানি তারকা।
 
 
কিন্তু ঠিক কী কারণে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি সিলেট। বিপিএলের এবারের আসরে ৬ ম্যাচ খেলে ৪টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান