মহিমাগঞ্জে আহলে হাদীস জামে মসজিদে চুরি
মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ আহলে হাদীস কেন্দ্রীয় জামে মসজিদে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতের কোন এক সময়ে স্থানীয় শ্রীপতিপুর পাছপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী এই মসজিদে সুকৌশলে ঢুকে টাকাসহ অর্ধলাখ টাকার মালামাল চুরি করে দুর্বৃত্তরা।
মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, মহিমাগঞ্জ ইউনিয়ন কেন্দ্রীয় আহলে হাদীস জামে মসজিদের জমি ও বিভিন্ন উৎস থেকে আদায় হওয়া প্রায় ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দেয়ার জন্য একটি থলিতে ভরে মসজিদের দেওয়াল আলমারিতে রাখা ছিল। রাতের কোন এক সময়ে চোরের দল ভিতরে ঢুকে আলমারির কাঁচের পাল্লা ভেঙে টাকাগুলো ও আইপিএস এর একটি দামি ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
ভোরে ফজরের নামাজের সময় মুসুল্লিরা এসে আলমারির পাল্লার কাঁচ ভাঙা অবস্থায় দেখতে পেলে চুরির বিষয়টি প্রকাশ হয়।
মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক আব্দুল মতিন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







