সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে সিরাজগঞ্জের ৫টি প্রতিষ্ঠানে ১ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন এই অভিযান চালায়।
গত বুধবার বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো- ভাই ভাই আমের আড়ত, স্মরণ ট্রেডার্স, মানিক দত্ত গুড় ভান্ডার, জলিল হোটেল ও ফুড কেয়ার প্লাস রেষ্টুরেন্ট।
আরও পড়ুননির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি দোকান মালিককে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরণের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন






