বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : দিনদুপুরে বগুড়ার সান্তাহারে শাহানুর খান মিলন নামে এক ব্যবসায়ীর বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার আজ বুধবার সান্তাহার ইউপির দমদমা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এ ব্যপারে ভুক্তভোগী গৃহবধূ তাসলিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তার ছেলে আবু তালহাকে নিতে সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদ্রাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান।
এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তার সোনার গহনা ঠিক আছে কিনা তা দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি সোনার গহনা, ১ টি মুক্তা মালা ও আটশ’ টাকা চুরি গেছে জানতে পারেন।
আরও পড়ুনআদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, ওই গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানোও হয়েছিল। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)

_medium_1767886786.jpg)
_medium_1767886576.jpg)
