ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ১০:২০ রাত

মানবেতার সেবায় এগিয়ে এলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর নেতৃবৃন্দ

মানবেতার সেবায় এগিয়ে এলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর নেতৃবৃন্দ, ছবি: দৈনিক করতোয়া

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা কিংফিশার, লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ, লায়ন্স ক্লাব অব ঢাকা স্মাইল এবং লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস’র যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বগুড়ার শাজাহানপুরের খলিশাকান্দি সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে এক ব্যতিক্রমধর্মী মানবিক সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত সার্ভিস প্রোগ্রামের আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস চেকআপ, বিনামূল্যে চোখের ছানি অপারেশন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শংকর কুমার রায়, ১ম জেলা ভাইস গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী, ২য় জেলা ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মঈন, কেবিনেট সেক্রেটারি সঞ্জয় কান্তি সাহা, কেবিনেট ট্রেজারার এড. এনায়েত উল্লাহ শফিক এবং চিফ কোর্ডিনেটর কিশোয়ার খান। মরহুম কফিল উদ্দিন আহমেদ স্মৃত স্মরণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন রিজিওন চেয়ারপার্সন হেড কোয়াটার, লায়ন ৩১৫ এ-২ এর লায়ন ইঞ্জিনিয়ার এনামুল কবির মিন্টু। প্রধান পৃষ্ঠপোষকতায় রিজিওন চেয়ারপার্সন হেড কোয়াটার, লায়ন ৩১৫ এ-২ এর লায়ন একরামুল কবির সন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন জিএসটি জেলার কো-অর্ডিনেটর সুর্বত কুমার সেন, জিএমটি কো-অর্ডিনেটার দেবদাস সাহা, ঢাকা কো-অর্ডিনেটার দিদার হোসেন রুমান, নর্থ বেঙ্গল কো-অর্ডিনেটার দেবদুলাল দাস, রিজিওন কো-অর্ডিনেটর (ক্লাবস) আজাদ রহমান অনু, ইয়ুথ চেয়ারপার্সন নাছির চৌধুরী ডিস্ট্রিক রিলেশনস চেয়ারপার্সন রাকিব হোসেনসহ সংশ্লিষ্ট রিজিয়ন ও জোনের বিভিন্ন লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা রাইজিং হোপ-এর প্রেসিডেন্ট লায়ন এহসানুল কবির শুভ। পাশাপাশি নর্থ বেঙ্গলের অহঙ্কার, সাবেক জেলা গভর্নর লায়ন মোজাম্মেল হকের সম্মানজনক উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা ও শুভতা বহুগুণে বৃদ্ধি করে।

আরও পড়ুন

মানবতার সেবায় লায়ন্সদের এই সমন্বিত উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজকল্যাণে লায়ন্স ইন্টারন্যাশনালের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবেতার সেবায় এগিয়ে এলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২-এর নেতৃবৃন্দ

বগুড়ার সবজির বাজারেও শীত-ঘনকুয়াশার প্রভাব

আসন্ন নির্বাচনে এআই কেমন প্রভাব ফেলতে পারে?

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১

নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন কমিশনের আচার-আচরণ আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক মনে হচ্ছে সাদিক কায়েম