ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৮ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ রাত

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১

চট্টগ্রামের মীরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল পরিবহনের পাইপলাইনে ছিদ্র করে অভিনব কায়দায় তেল চুরির ঘটনা ঘটেছে। পাইপলাইনের ওপর টিনশেড ঘর তুলে মাটির ১২ ফুট নিচে ছিদ্র করে এই চুরির চেষ্টা চালানো হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হাদি ফকিরহাট বাজার এলাকায় পাইপলাইন থেকে তেল উপচে সড়কে পড়লে বিষয়টি জানাজানি হয়।

খবর পেয়ে বিপিসি কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তেল সরবরাহ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুরজাহান নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে স্থানীয় বাসিন্দা মো. আফসার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাইপলাইনের ঠিক ওপরে একটি টিনশেড ঘর নির্মাণ করেন। পরে ঘরটি আমিরুল ইসলাম নামে একজনের কাছে ভাড়া দেওয়া হয়। ভাড়া নেওয়ার পর আমিরুল ঘরের ভেতর থেকে মাটি খুঁড়ে নিচে থাকা পাইপলাইনে ছিদ্র করেন। শুরুতে গোপনে তেল চুরির চেষ্টা করা হলেও বৃহস্পতিবার সকালে ছিদ্রটি দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করলে আমিরুল পালিয়ে যান।

আরও পড়ুন

পাইপলাইন থেকে বের হওয়া তেল ঘর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা বালতি, মগসহ বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে শুরু করেন। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি শান্ত হয়।

এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মাটির প্রায় ১২ ফুট নিচে থাকা বিপিসির পাইপলাইন ফুটো করে তেল চুরির চেষ্টা করছিল একটি চক্র। এ ঘটনায় আটক নুরজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিপিসি কর্মকর্তাদের অভিযোগ সাপেক্ষে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীরসরাইয়ে পাইপলাইনের ওপর ঘর তুলে বিপিসির তেল চুরি, আটক ১

নির্বাচন পর্যবেক্ষণে অন্তত ২০০ পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নির্বাচন কমিশনের আচার-আচরণ আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক মনে হচ্ছে সাদিক কায়েম

কমলো সোনার দাম

নোয়াখালী এক্সপ্রেসের হারের হেক্সা পূরণ

আমরা শিক্ষার্থীদের যে কমিটমেন্ট দিয়েছি তার চেয়ে পাঁচগুণ বেশি কাজ করবো: সাদিক কায়েম