পাবনার ভাঙ্গুড়ায় নেশার ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় থানা পুলিশ দু’টি পৃথক অভিযানে ৮২ পিস নেশার ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- ভাঙ্গুড়া উপজেলার দিয়ারপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে মাদক ব্যবসায়ী ডাবলু (৪৫) ও মোন্নাফ হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩৫)। ঘটনার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা পরিষদস্থ পরিত্যক্ত হেলিপ্যাড পাড়ার বাড়ি থেকে মোশারফ হোসেনকে ৪৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করেছে।
এদিকে গতকাল সোমবার দুপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ডাবলুকে দিয়ারপাড়া মন্ডতোষ রেলগেট থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুনএ ঘটনায় গ্রেফতারকৃত ডাবলু ও মোশারফ হোসেনের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় নিয়মিত দু’টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন






