ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:২১ রাত

ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

ছবি: সংগৃহীত, ভারতে খেলতে অনিচ্ছা: বিসিবির সঙ্গে বৈঠকে বসছে আইসিসি

স্পোর্টস ডেস্ক : ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি এবং নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় এই আলোচনার উদ্যোগ নিয়েছে আইসিসি।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আইসিসি ও বিসিবির মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিদ্যমান সূচি অনুযায়ী গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতে খেলতে বাংলাদেশ দলকে সম্মত হওয়ার অনুরোধ জানাতে পারে আইসিসি।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গ্রুপ সি-তে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।

এর আগে রবিবার আইসিসিকে চিঠি দিয়ে বিসিবি অনুরোধ জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ বিবেচনায় নিয়ে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ভেবে দেখতে। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতিতে ভারতে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ভ্রমণ সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

আরও পড়ুন

এই পরিস্থিতির সূত্রপাত ঘটে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে। বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ২০২৬ মৌসুমের দল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। যদিও গত মাসের নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কেকেআর। এ সিদ্ধান্তের পেছনে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বিসিসিআই।

এ বিষয়ে আইসিসি এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি। তবে জানা গেছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহসহ সংস্থাটির শীর্ষ কর্মকর্তারা সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বৈঠক করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীসহ সীমিত কয়েকজন পরিচালক এই ইস্যুতে আইসিসি ও বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝপথে বিপিএল ছেড়ে চলে গেলেন আমির

জয়পুরহাটের আক্কেলপুরে এক ব্যক্তির আত্মহত্যা

বগুড়ায় সাবেক এমপি বাবলু ও তার স্ত্রী’র বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

বগুড়ার সান্তাহারে দিনদুপুরে বাড়ির তালা ভেঙে ৭ ভরি সোনার গহনা চুরি

বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড চট্টগ্রাম রয়্যালসের

বগুড়াসহ ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ হাড়কাঁপানো শীতে স্থবির জনপদ