ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০৩:১৪ দুপুর

২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে নেইমার

২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে নেইমার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছেন নেইমার। মঙ্গলবার ব্রাজিলের ক্লাবটি এমন তথ্য জানিয়েছে। সাম্প্রতিক ইনজুরির ধকল সামলেও বিশ্বকাপ দলে ফেরার আশা ছাড়ছেন না ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। নতুন চুক্তিতে তিনি ২০২৬ সালের শেষ পর্যন্ত সান্তোসে থাকবেন। 

নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাবটিতে যোগ দেন। ব্রাজিলিয়ান শীর্ষ লিগে ক্লাবটির টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। শেষ পাঁচ ম্যাচে পাঁচ গোল করে দলকে বড় সহায়তা দেন। ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নেইমার বলেছেন, ‘সান্তোসই আমার জায়গা, এখানে ঘরের মতো অনুভব করি। তোমাদের সঙ্গে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই, যেগুলো এখনও অপূর্ণ।’ ব্রাজিলিয়ান তারকা দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন। গত মাসে হাঁটুর সফল অস্ত্রোপচারও করেছেন তিনি।

আরও পড়ুন

বার্সেলোনা ও প্যারিস সেন্ত জার্মেইয়ের সাবেক এই তারকা ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোলের মালিক। তবে ২০২৩ সালের পর থেকে পাঁচবারের বিশ্বকাপজয়ী দলের হয়ে আর মাঠে নামা হয়নি তার। গত অক্টোবরে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানান, দলে ফেরার জন্য নেইমারকে পুরোপুরি ফিট থাকতে হবে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় শীতে ক্ষতিগ্রস্ত বোরো বীজতলা, রোপণ নিয়ে শঙ্কা

ভিভো এক্স৩০০ প্রো: প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফিচার ও পারফরম্যান্স

গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই

মহিমাগঞ্জে আহলে হাদীস  জামে মসজিদে চুরি 

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান