মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল
স্পোর্টস ডেস্ক : আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে এই চুক্তিতে। বিসিসিআইয়ের অনুরোধে শেষ পর্যন্ত মুস্তাফিজকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর।
আইপিএলের দরজা বন্ধ হলেও সুযোগটা কাজে লাগিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পিএসএলের ১১তম আসরে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার পিএসএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, “ব্যাটাররা একটু নড়েচড়ে বসো। মুস্তাফিজ আসতে যাচ্ছে।” তবে এখনো নিশ্চিত হয়নি, কোন ফ্র্যাঞ্চাইজিতে খেলবেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসার।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছেন মুস্তাফিজ। আসন্ন নিলামে তিনি থাকছেন শীর্ষ ক্যাটাগরিতে। আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার ড্রাফট। ইতোমধ্যে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুনএবারের পিএসএলে যুক্ত হচ্ছে দুটি নতুন দল। ফ্র্যাঞ্চাইজি হিসেবে ইনভেলেক্স সোলার ইনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিসকে চূড়ান্ত করা হয়েছে। দল বরাদ্দের নিলাম অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি। নতুন দলগুলোও মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে আগাম যোগাযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিএসএলের ১১তম আসর শুরু হবে আগামী ২৬ মার্চ—যেদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে, আর আইপিএল গড়াবে মে মাসের শেষ পর্যন্ত। আইপিএল থেকে নাম প্রত্যাহার হওয়ার পরই এজেন্টের মাধ্যমে পিএসএলের ড্রাফটে নিজের নাম তালিকাভুক্ত করেছেন মুস্তাফিজুর রহমান।
মন্তব্য করুন









