জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা ফের শুরু হয়েছে রাত ১২টা ৩০ মিনিটে। সব কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটালি গণনা শেষে একসঙ্গে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী।
এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে (কেন্দ্রীয় মিলনায়তন) ভোট গণনা শুরু হয়। তবে রাত ৮টার দিকে দুটি মেশিনে ‘ম্যাচিং ত্রুটি’ দেখা দেওয়ায় জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১০টায় উপাচার্যের কনফারেন্স কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীর ভিপি, জিএসসহ অন্যান্য প্রার্থী, জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, প্রক্টর এবং ছাত্রকল্যাণ উপদেষ্টারা উপস্থিত ছিলেন। সভা শেষে রাত ১১টা ৫০ মিনিটে পুনরায় ভোট গণনা শুরুর ঘোষণা দেওয়া হয়।
নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলী বলেন, আজ যখন সব ব্যালট পেপার এসে যায়, তখন প্রথম একটি কেন্দ্রে গণনা শুরু করি।
সেখানে দেখা যায় ভোট কাস্ট হয়েছে ২০৯টি। ম্যানুয়ালি যাচাই করে দেখা যায়, একটি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোট দাঁড়ায় ২০৮টি। কিন্তু দুটি মেশিনে দুটি ভিন্ন ফলাফল দেখায়। একটি ভোটেরও পার্থক্য আমরা গ্রহণ করতে পারি না, কারণ একটি ভোটেও বড় কিছু হতে পারে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট মেশিনগুলো চার-পাঁচবার চালিয়েও একই ধরনের ত্রুটি পাওয়া গেছে। এজন্য সব সিদ্ধান্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে। ভিপি ও জিএস প্রার্থীসহ সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী এবং বিশ্ববিদ্যালয়ের সব স্টেকহোল্ডারদের মতামত নিয়ে কোনো চাপ প্রয়োগ ছাড়াই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ এটি শিক্ষার্থীদের নির্বাচন, আমরা কেবল সহযোগিতা করছি।
তিনি জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে-প্রথমে যে কেন্দ্রে ৩০০টি ব্যালট রয়েছে, সেখানে মোরলেস ব্যালট ম্যানুয়ালি গণনা করা হবে।
আরও পড়ুন
এরপর তা ডিজিটালি দুইটি মেশিনে গণনা করা হবে। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল ফলাফলের সঙ্গে সবচেয়ে বেশি মিলবে, সেই মেশিন দিয়েই বাকি ভোট গণনা করা হবে। এভাবে সব কেন্দ্রের ভোট ম্যানুয়ালি ও ডিজিটালি গণনা শেষে একসঙ্গে জকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
তিনি বলেন, আমরা সকাল থেকে এখানে আছি। গণনা শুরু হবে ২০ মিনিট পর, তখন তারিখ ৭ জানুয়ারি পড়বে।
এদিকে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন প্যানেলের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হয়। সন্ধ্যায় শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট গণনার মেশিন পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ভোট গণনা শুরু করা হয়।
সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, জকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোট পড়েছে।