ভিডিও বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৭ জানুয়ারী, ২০২৬, ০২:৪৫ দুপুর

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে উপাচার্যের শোক

ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে উপাচার্যের শোক, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ঘুমন্ত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রয়েছে।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় অংশগ্রহণের জন্য তিনি সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থান করছিলেন। সেখানেই রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এক শোকবার্তায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস অনন্য অবদান রেখে গেছেন। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

উপাচার্য আরও বলেন, তার এই অবদানসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন প্রসূন আজাদ

বগুড়ার শাজাহানপুরে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৫

ঘুষের টাকাসহ প্রাথমিক শিক্ষা অফিসার হাতেনাতে আটক

মুন্সীগঞ্জে আদালতের নির্দেশে বিপুল পরিমাণ মাদক ধ্বংস

যুক্তরাষ্ট্রের তাড়া করা ট্যাংকারের সুরক্ষায় সাবমেরিন পাঠালো রাশিয়া

বিভিন্ন সবজি বিদেশে রপ্তানি করে লাভবান হচ্ছে বগুড়া শিবগঞ্জের কৃষক