বিভিন্ন সবজি বিদেশে রপ্তানি করে লাভবান হচ্ছে বগুড়া শিবগঞ্জের কৃষক
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ থেকে চলতি মৌসুমে আলু, ফুলকপি বাঁধাকপি, কাঁচা মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি হওয়ায় বর্তমানে আলুসহ অন্যান্য সবজির দাম বৃদ্ধি পেয়েছে। উপজেলায় কয়েকটি মোকাম থেকে এসব পন্য সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, নেপাল, শ্রীলঙ্কা, সৌদিআরব, বাহরাইনে রপ্তানি করা হচ্ছে।
বিভিন্ন প্রতিষ্ঠানের মত মেসার্স সাগর ট্রেডার্স বিদেশে সবজি রপ্তানী করছে। এই প্রতিষ্ঠানের প্রোপাইটর সাগর হোসেন জানান, বগুড়ার শিবগঞ্জসহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নিলফামারী, জয়পুরহাট, নওগাঁ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলা থেকে এসব সবজি সংগ্রহ করে এই ৭টি দেশে রপ্তানি করা হচ্ছে।
চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির আলু ১০ হাজার মেট্রিকটন, দু ধরনের কপি ৫ হাজার মেট্রিকটন, কাঁচা মরিচ ৫ শত মেট্রিকটন, মিষ্টি লাউ ১১শত মেট্রিকটন, টমেটো ৪শত মেট্রিকটন রপ্তানি করা হবে। গতকাল বুধবার সরেজমিনে বিদেশে রপ্তানির জন্য আলু প্যাকেটজাত করন কাজ পরিদর্শন করেন শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান।
এদিকে সাধারন কৃষকরা বলেন, গত আড়াই মাস পূর্বে বৃষ্টি হওয়ায় আগাম আলুর ফলন কম হওয়ার কারনে বর্তমান বাজারে আলু দামে প্রভাব পড়েছে। বর্তমানে স্থানীয় বাজারে নতুন পাকরি আলু ১১শ’ থেকে ১৬শ’ টাকা মন বিক্রি হচ্ছে।
আরও পড়ুনউপজেলা কৃষি অফিসার বলেন, বর্তমানে শিবগঞ্জ হতে প্রচুর পরিমান আলু বিদেশে রপ্তানি হচ্ছে। যদি আলু রপ্তানির এ ধারাবাহিকতা বজায় রাখা যায়, তাহলে কৃষকরা বেশি লাভবান হবেন এবং উৎপাদন ও বাজার স্থিতিশীল থাকবে। বৈদেশিক মুদ্রা অর্জন হবে এবং অতিরিক্ত উৎপাদনের সৎব্যবহার নিশ্চিত হবে।
অপরদিকে নিউ কাফেলা কোল্ডস্টোরের ব্যবস্থাপক আক্তার হোসেন মিল্টন ও সাহা হিমাগারের ব্যবস্থাপক বিভূতি ভূষণ জানান, শিবগঞ্জ থেকে মাঠ পর্যায়ের কৃষকদের নিকট থেকে ৪০ টাকা কেজি দরে আলু সংগ্রহ করে প্রসেসিং শেষে ৫০ টাকা কেজি দরে ৭ টি দেশে রপ্তানি করা হচ্ছে।
এতে কৃষকরা আলুর ভাল দাম পাবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন হবে। উপজেলার ১৭ টি হিমাগারে বর্তমানে বিভিন্ন প্রজাতির প্রায় পুরাতন ৫০ হাজার বস্তা আলু গচ্ছিত রয়েছে। প্রতি মন পুরাতন আলু ৩শ টাকায় বিক্রি হচ্ছে। বীজ আলু প্রতি মন ১শ থেকে দেড়শ টাকায় বিক্রি হচ্ছে। যা কিনে মানুষ গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছে।
মন্তব্য করুন

_medium_1767889152.jpg)
_medium_1767888660.jpg)

_medium_1767886786.jpg)
_medium_1767886576.jpg)
