জকসু নির্বাচন
ছয় কেন্দ্রে এগিয়ে শিবিরের ভিপি-জিএস-এজিএস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ১৯ ঘণ্টা পার হয়ে হলেও ভোট গণনায় গতি আসেনি। মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত মাত্র ছয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট মহলে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ড. আনিছুর রহমান এসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং—এই ছয় বিভাগে কেন্দ্রভিত্তিক ভোট গণনায় ভিপি, জিএস ও এজিএস পদে প্রার্থীদের প্রাপ্ত মোট ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন। একইভাবে জিএস পদে এগিয়ে আছেন একই প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে এগিয়ে আছেন মাসুদ রানা।
ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) মোট ভোট পেয়েছেন ৫৮৫। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী রাকিব পেয়েছেন ৫৩৭ ভোট। ব্যবধান ৪৮ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ ফার্মেসি, ভূগোল ও পরিবেশ, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, সিএসি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পেয়েছেন ৫৭৭ ভোট। ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২৭৭ ভোট। ব্যবধান ৩০০ ভোট।
আরও পড়ুনএজিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ছয় বিভাগে পেয়েছেন ৫৫৫। ছাত্রদল সমর্থিত প্রার্থী আতিকুর রহমান তানজিল ছয় বিভাগে পেয়েছেন ৪৭২ ভোট। ব্যবধান ৮৩ ভোট।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনায় বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় যাচাই করতে সময় লাগছে এবং অভিন্ন ও নির্ভুল ফল নিশ্চিত করেই গণনা এগিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও অধিকাংশ কেন্দ্রের ফল প্রকাশ না হওয়ায় ক্যাম্পাসজুড়ে অপেক্ষা ও উৎকণ্ঠা বিরাজ করছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








