নওগাঁয় ছিনতাইয়ের অভিযোগে ধাওয়া খেয়ে খালে লাফ দিয়ে যুবকের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় টাকা ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় কয়েকজনের ধাওয়ার মুখে খালের পানিতে লাফ দিয়ে মিঠুন সরকার (২৫) নামের এক মাদকসেবী যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রোববার দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাটচকগৌরী বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, হাট চকগৌরী বাজারের উত্তর পাশে টাওয়ার সংলগ্ন এলাকায় বেলা ১টার দিকে এক বৃদ্ধার কাছ থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে মিঠুন সরকারের বিরুদ্ধে। এসময় স্থানীয় কয়েকজন তাকে ধাওয়া দিলে সে দৌঁড়ে বাজারের উত্তরপাশের খালে লাফ দিয়ে নিখোঁজ হয়।
খবর পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে। এরপর রাজশাহীতে খবর দিলে রাজশাহী থেকে টিম লিডার জাকির হোসেনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে পানির নিচ থেকে মিঠুন সরকারের মৃতদেহ উদ্ধার করে।
আরও পড়ুনমহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্টের পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন





_medium_1767795295.jpg)

