ভিডিও শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘স্টারটক’-এ এবারের অতিথি তানিন সুবহা

তানিন সুবহা

অভি মঈনুদ্দীন ঃ স্যাটেলাইট টিভি চ্যানেল ‘এসএটিভি’র নিয়মিত অনুষ্ঠান ‘স্টারটক’। আর এই অনুষ্ঠানেই এবার অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা তানিন সুবহা। অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক শান্তা জাহানের নিমন্ত্রণে তিনি এবারের আয়োজনে উপস্থিত হয়েছিলেন। গত মঙ্গলবার তানিন সুবহা’র পর্বটির রেকর্ডিং সম্পন্ন হয়।

শান্তা জাহান বলেন,‘ নতুন বছরে এসএটিভির দর্শকপ্রিয় একটি অনুষ্ঠান স্টারটক। বেশকিছুদিন যাবতই আমি এই অনুষ্ঠানটি নিয়মিতভাবে করে আসছি। এরইমধ্যে এই অনুষ্ঠানে অনেক তারকারাই অংশগ্রহন করেছেন। দর্শকের কাছে এরইমধ্যে অনুষ্ঠানটি বেশ গ্রহনযোগ্যতাও পেয়েছে। অনুষ্ঠানে সবাই বেশ আগ্রহ নিয়েই অংশগ্রহন করছেন। আর অনুষ্ঠানে যারাই অংশগ্রহন করছেন সবার সঙ্গেই আসলে পূর্ব থেকেই আমার খুউব ভালো সম্পর্ক। যে কারণে তারা যখন আসেন এই আয়োজনে তখন একটা কম্পোর্ট জোনেই তারা কথা বলেন ভীষণ স্বাচ্ছন্দ্যতা নিয়ে। যথারীতি তানিন সুবহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তানিন বেশ মন খুলে নিজের জীবনের নানান দিকের কথা তুলে ধরেছেন। আশা করছি তার পর্বটি প্রচারে এলে ভালোলাগবে দর্শকের।’

তানিন সুবহা বলেন,‘ সাধারনত টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠানগুলোতে আমার খুব কমই যাওয়া হয়। তারপরও এখন পর্যন্ত যতোগুলো অনুষ্ঠানে গিয়েছি তারমধ্যে স্টারটক-এর আয়োজনটা আমার কাছে একটু বেশিই ভালোলেগেছে। প্রধান কারণ এই অনুষ্ঠানের উপস্থাপিকা শান্তা আপু। তার উপস্থাপনা আমার ভীষণ ভালোলাগে। সবচেয়ে বড় কথা শান্তা আপুকে খুউব আপন আপন মনে হয়। মনে হয় যেন নিজের পরিবারের একজন মানুষের সঙ্গেই কথা বলছি। যে কারণে কথা বলার সময় একটা ঘরোয়া পরিবেশের সৃষ্টি হয়, যেমনটা হয়েছিলো স্টারটক অনুষ্ঠানে। নিজের জীবনের নানান বাঁকের গল্প নিয়ে কথা বরেছি স্টারটক-এ। আশা করছি দর্শক বেশ উপভোগ করবেন আমার অংশগ্রহনের এই পর্বটি।’

আরও পড়ুন

তানিন সুবহা জানান, শিগগিরই তার অংশগ্রহনের পর্বটি এসএটিভিতে প্রচার হবে। ‘স্টারটক’র প্রযোজক মফিজুল ইসলাম মনি। প্রতি বৃহস্পতিবার ও শনিবার রাত ৯.৩০ মিনিটে এসএটিভিতে প্রচার হয় এই অনুষ্ঠানটি। উল্লেখ্য, শান্তা জাহান অন্যান্য বেশ কয়েকটি টিভি চ্যানেলেও নিয়মিত উপস্থাপনা করছেন।

এদিকে তানিন সুবহা গেলো ঈদের আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। আকাশ রঞ্জনের পরিচালনায় নির্মিত সেই নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। তানিন সুবহা জানান আগামী ঈদে প্রচারের জন্যও নাটকে অভিনয় করার কথা রয়েছে তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে অমল চন্দ্র নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

গাইবান্ধায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পত্রিকা বিক্রেতা আনিছ নিহত

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা খুনের ঘটনায় আরও ২ জন গ্রেফতার

প্রবাসীকে লিবিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকাসক্ত যুবকের আত্মহত্যা

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ