থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬
কক্সবাজারের চকরিয়ায় থানার সামনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি মো. মনির হোসেন বলেন, আটক কিশোররা ছদ্মবেশে অটোরিকশা নিয়ে থানার সামনে স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছিলেন। প্রাথমিকভাবে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক কিশোররা হলেন মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব (২২), মো. মারুফ (১৭), ওমর ফারুক (১৮) ও রাফি (১৬)।
আরও পড়ুনপ্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে কয়েকজন কিশোর থানার সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিতে থাকেন। স্থানীয়রা তাদের স্লোগান দেওয়া থেকে বিরত থাকতে বললেও তারা তা উপেক্ষা করেন। এ সময় থানার প্রধান ফটকে থাকা ওসি মো. মনির হোসেন নিজেই ধাওয়া দিয়ে অটোরিকশাসহ ছয় কিশোরকে আটক করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








