ভিডিও শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২৯ রাত

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

ছবি: সংগৃহীত, ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্কবিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে উঠে আসছে সৌদি আরব। দেশটির দাবি, ভূগর্ভে প্রায় ২৫ লাখ কোটি (২.৫ ট্রিলিয়ন) ডলার মূল্যের খনিজ সম্পদ রয়েছে। এর মধ্যে সোনা, তামা, দস্তা ও লিথিয়ামের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক সামরিক প্রযুক্তিতে ব্যবহৃত বিরল খনিজও অন্তর্ভুক্ত।

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামে এসব তথ্য তুলে ধরা হয়। বিশ্লেষকদের মতে, তেলনির্ভরতা কমানো এবং বৈশ্বিক ভূরাজনীতিতে প্রভাব বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই খনিজ খাতে বড় বিনিয়োগে যাচ্ছে সৌদি আরব।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানায়, বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনে চীনের আধিপত্য রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের ৯০ শতাংশের বেশি এবং খনন উৎপাদনের প্রায় ৬০ শতাংশ চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেফ-এর নির্বাহী পরিচালক অ্যাবিগেইল হান্টার বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে চীন এই অবস্থানে পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে সৌদি আরব খনিজ খাতে জোর দিচ্ছে। এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটির খনিজ অনুসন্ধান বাজেট প্রায় ৫৯৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে নতুন খনির লাইসেন্স দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

তবে বিশেষজ্ঞরা বলছেন, খনিজ উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র স্থাপনে তিন থেকে পাঁচ বছর সময় লাগে এবং পূর্ণ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে কয়েক দশক প্রয়োজন হয়।

সৌদি রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান মা’আদেন আগামী ১০ বছরে খনিজ ও ধাতু খাতে ১১ হাজার কোটি (১১০ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইল্ট জানান, এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য।

সৌদি আরবের এই উদ্যোগ যুক্তরাষ্ট্রেরও দৃষ্টি আকর্ষণ করেছে। চীন সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ দেওয়ায় বিকল্প সরবরাহব্যবস্থা গড়তে সৌদি আরবে একটি বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মা’আদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে

বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে : শ্রম উপদেষ্টা

আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ

মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট দিন: তারেক রহমান

থানার সামনে জয় বাংলা’ স্লোগান, আটক ৬

ঢাকা কলেজে স্নাতক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি