ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৫২ দুপুর

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বিনোদন জগতের তারকারা ক্রমেই বিভিন্ন ব্র্যান্ড প্রমোশনে যুক্ত হচ্ছেন। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, চিত্রনায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাসের পর সেই তালিকায় যুক্ত হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

আট শতাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে শক্ত অবস্থান তৈরি করা এই অভিনেতা অভিনয়ের পাশাপাশি সময়ের ট্রেন্ড অনুসরণ করে বিভিন্ন শোরুম উদ্বোধনেও অংশ নিচ্ছেন। তবে সব ধরনের ব্র্যান্ড প্রমোশনে অংশ নেন না বলে আগেই জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর উত্তরায় একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন মিশা সওদাগর। এসময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব থাকলেও তিনি অনেক ব্র্যান্ড ওপেনিংয়ে আগ্রহ দেখাননি। অনুষ্ঠানে ব্র্যান্ড প্রমোশনের পাশাপাশি আলোচনায় আসে ক্রিকেট প্রসঙ্গও। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানান মিশা সওদাগর। তিনি বলেন, সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল।

আরও পড়ুন

সাকিব আল হাসানের বিদেশে অবস্থান এবং এর পেছনে রাজনৈতিক নানা ইস্যুর প্রসঙ্গ টেনে মিশা সওদাগর বলেন, সংস্কৃতিকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। তার মতে, রাজনীতির প্রভাব সংস্কৃতিতে পড়লে সংস্কৃতিই ক্ষতিগ্রস্ত হয়। তিনি স্পষ্ট করে বলেন, যাদের মেধা আছে, তারাই জাতীয় দলে সুযোগ পাবে। ক্রিকেট আর রাজনীতিকে এক করা যায় না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিবকে আরও আগেই দলে ফেরানো উচিত ছিল : মিশা

ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত

বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের আমেজ