ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৫ দুপুর

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

সংগৃহিত,কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

দেশের কৃষি খাতের উন্নয়ন করতে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা বলেন, শিল্প-কারখানার মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেন না। কৃষকরা ঋণ নিতে গেলে পান না। আবার শিল্প-কারখানার মালিকরা ব্যাংক ঋণে দুই শতাংশ ইন্টারেস্ট দিয়ে মাফ পেয়ে যান। তারা নানা ধরনের প্রণোদনা পান।

তিনি বলেন, আমি হয়তো আর বেশিদিন এই খাত নিয়ে কাজ করতে পারবো না, কৃষি নিয়ে ভবিষ্যতে কিছু বলার সুযোগ আর হবে না। তাই এখন বলে যেতে চাই, এই কৃষকরাই জাতির মেরুদণ্ড; আমরা এ কথা মুখে বললেও কার্যক্ষেত্রে তার প্রয়োগ নেই। এ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পান না। 

আরও পড়ুন

তিনি আরও বলেন, দাম না পেয়ে কৃষকরা তাদের ফসল ফেলে দেন। আমরা কয়েকদিন হা-হুতাশ করি। সাংবাদিকরা দুই/একটা সংবাদ করেন। কিন্তু তাদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের প্রণোদনা দিতে গেলে বাধার মুখে পড়তে হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ ধরনের অবস্থা হলে কৃষকরা বাঁচবে না। আর কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে না। তাই কৃষির উন্নয়ন করতে হলে কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত

বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের আমেজ

সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা, একটি দাস প্রথার শামিল : প্রধান উপদেষ্টা

জনগণ আমাদের কাছে না আসলেও আমরা জনগণের কাছে যাব:ব্যারিস্টার আরমান