ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ১২:১৫ দুপুর

ভারতীয় সংসদের শোক প্রস্তাবে খালেদা জিয়ার নাম

ভারতীয় সংসদের শোক প্রস্তাবে খালেদা জিয়ার নাম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক:  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের রাজ্যসভা। বুধবার দেশটির সংসদে এ-সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে । দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার অবদানের স্বীকৃতি হিসেবে এ আয়োজন করা হয়।এর আগে সংসদীয় সূত্র থেকে জানা যায়, লোকসভা ও রাজ্যসভার উভয় অধিবেশনে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। সংসদ সদস্যরা বাংলাদেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে এক সংক্ষিপ্ত মুহূর্ত নীরবতা পালন করবেন।

খালেদা জিয়া বহুবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দেশটির রাজনৈতিক কাঠামো গঠনে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব এবং রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ককে গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করেছে।

আরও পড়ুন

ভারতীয় সংসদে এমন শ্রদ্ধা প্রদর্শন সংবিধানিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে বিবেচিত, যা প্রতিবেশী দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের প্রতি সম্মান জানায়, যাদের রাজনৈতিক জীবন আঞ্চলিক রাজনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় সংসদের শোক প্রস্তাবে খালেদা জিয়ার নাম

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়াবাসী

বাংলাদেশ টসে হেরে ব্যাট করছে 

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের

চার বছর পর চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন জামায়াত নেতা

দিনাজপুর বিরলে দূর্ঘটনায় আরও ১জন নিহত, জানা গেছে আহতদের পরিচয়