ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ দুপুর

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং মিনাবাজারের পাহাড়ি এলাকা থেকে ৬ জন কৃষককে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কৃষি ক্ষেতে কাজ করতে যাওয়ার সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করেন, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. শাহ জালাল।  অপহৃত কৃষকরা হলেন,মো. জমিল (৬২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮),জাহিদ হোসেন ওরফে মুন্না, মোজাহের (৬০),জুনাইদ (১২)। অপহৃত সকলেই মিনাবাজার ও আশ্রয়কেন্দ্রে এলাকার বাসিন্দা। 

তিনি বলেন, সকালে কৃষি কাজে যাওয়ার পথে পাহাড়ি অস্ত্রধারীরা কৃষকদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অসহায় কৃষকদের উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, হোয়াইক্যং মিনাবাজার আশ্রয়ণ কেন্দ্র এলাকার ৬ জন কৃষক পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে দুবৃত্তরা তাদের তুলে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ চলমান রয়েছে। 

স্থানীয় সূত্র জানায়, ভোরে কৃষিক্ষেতে কাজ করতে গিয়ে স্থানীয় ৬জন কৃষক অপহরণ হয়। এখনো পর্যন্ত অপহরণকারীদের পক্ষ থেকে কোনো মুক্তিপণের দাবি পাওয়া যায়নি। অপহৃত কৃষকদের পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত

বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের আমেজ

সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা, একটি দাস প্রথার শামিল : প্রধান উপদেষ্টা

জনগণ আমাদের কাছে না আসলেও আমরা জনগণের কাছে যাব:ব্যারিস্টার আরমান

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা জানালেন সান্তোস কোচ