ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:৫১ দুপুর

বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার, ছবি: সংগৃহীত।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : সেনাবাহিনীর বিশেষ অভিযানে বগুড়ার শাজাহানপুরে সাজ্জাদ হোসেন (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার ও তার স্ত্রী জান্নাত আক্তারকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত সাজ্জাদ শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদিঘী গ্রামের আহাদ আলীর ছেলে। 

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্যাপ্টেন সাদিফ ও লেফটেন্যান্ট ফাহাদের নেতৃত্বে ৪০ বীর-এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের কাছে একটি ৯ মি.মি. পিস্তল থাকার কথা স্বীকার করে সাজ্জাদ। পরে তাকে সঙ্গে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য তার বাসায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সাজ্জাদ হোসেনের স্ত্রী জান্নাত আক্তার সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পিস্তলটি বাড়ির পাশে একটি ডোবায় ফেলে দেয়। বিষয়টি বুঝতে পেরে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীরের নেতৃত্বে আভিযানিক দল তীক্ষ্ম বুদ্ধিমত্তার সঙ্গে সার্চ অপারেশন পরিচালনা করে ডোবা থেকে পিস্তলটি উদ্ধার করে। পিস্তল ছাড়াও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, অভিযানকালে স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হলেও পরবর্তীতে নির্দোষ বিবেচনায় সাজ্জাদের স্ত্রী জান্নাত আক্তারকে ছেড়ে দেওয়া হয়েছে। সাজ্জাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি)  সাজ্জাদকে আদালতে প্রেরণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শাজাহানপুরে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী সাজ্জাদ গ্রেফতার

যেকোন ঘটনায় তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতি : মাহদী আমিন

সিরিয়ায় পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত ৫

নির্বাচনের মাধ্যমে দেশটাকে শৃঙ্খলার দিকে নিয়ে যেতে হবে : ডা. শফিকুর

আচরণ পরিত্যাগ করুন, না হলে পাল্টা আঘাত করবো : নাহিদ ইসলাম

বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলে রাজি না হওয়ার কারণ জানালো আয়ারল্যান্ড