ভিডিও মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৯:২০ রাত

‘তোমার আম্মার আমি ক্লাসমেট’ সংলাপে আলোচনায় সায়েম সামাদ

সায়েম সামাদ

অভি মঈনুদ্দীনঃ সায়েম সামাদ, দর্শকপ্রিয় একজন নন্দিত অভিনেতা। চ্যালেঞ্জিং বহু চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের প্রিয় একজন অভিনেতায় পরিণত করেছেন নিজেকে। অভিনয়েই নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন গুনী এই অভিনেতা। এই সময়ে এসে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ আলোচনায় এসেছেন সায়েম সামাদ। ‘ক্লিয়ার আপ-আমি ফুরফুরে ভোটার’ এমন একটি নির্বাচনী প্রচারণায় মডেল হিসেবে অভিনয় করেছেন সায়েম সামাদ।

এরইমধ্যে বিজ্ঞাপনটি দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সাড়া ফেলেছে সায়েম সামাদের মুখের সংলাপ ‘আরে রাখোতো ভাইগনা, তোমার আম্মার আমি ক্লাশমেট, ভোটটা কিন্তু আমারেই দিও’ দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপনটি মডেল হিসেবে আরো অভিনয় করেছেন মুকুল সিরাজ, শাওন আশরাফ’সহ আরো নবাগত কয়েকজন মডেল। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন মাইনুদ্দিন সিয়াম। সায়েম সামাদ জানান বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। এরইমধ্যে তিনি বেশ কিছু ভালো ভালো গল্পের নাটকেও অভিনয় করেছেন। পথিক সাধনের পরিচালনায় ‘জংলি ফুলের ঘ্রাণ’, ‘সে আমার প্রথম প্রেম ছিলো’, রুবেল আনুশের ‘পাষাণ’, সাইদুল ইমনের ‘পরিবর্তন’ নাটকে অভিনয় করেছেন।

এদিকে কিছুদিন আগে প্রচারিত হয়েছে সায়েম সামাদ অভিনীত মুন্সী মুহাম্মদ নাজিম পরিচালিত ‘নীল ছাতা’সহ আরো বেশকিছু নাটকে।

আরও পড়ুন

সায়েম সামাদ বলেন, ‘এর আগেও আমি বেশকিছু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। সেগুলোরও বেশ ভালো সাড়া পেয়েছি। তবে যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনের আগে আমার প্রচারে আসা নতুন বিজ্ঞাপনটির জন্য বেশি সাড়া পাচ্ছি। এতে আমার সঙ্গে মডেল হিসেবে আরো কাজ করেছেন মুকুল সিরাজ, শাওন আশরাফ’সহ আরো অনেকেই। প্রত্যেকেই যার যার চরিত্রে চমৎকার অভিনয় করেছেন। আমিও চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। এতোটা সাড়া পাবো ভাবিনি। কৃতজ্ঞতা দর্শকের প্রতি, যারা আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে থাকেন। আন্তরিক কৃতজ্ঞতা বিজ্ঞাপন নির্মাতা’সহ পুরো টিমের প্রতি। আগামীতে আরো ভালো ভালো কিছু নাটক প্রচারে আসছে। নাটকগুলো দেখার জন্য দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইলো।’

সায়েম সামাদ সহশিল্পীদের কাছে ভীষণ প্রিয় শিল্পী হয়ে উঠেছেন। তার আন্তরিকতা, তার বিনয় এবং তার সদা হাস্যোজ্জ্বল অভিব্যক্তি সহশিল্পী’সহ যেকোনো ইউনিটকে মুগ্ধ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারপিটের অভিযোগ

‘তোমার আম্মার আমি ক্লাসমেট’ সংলাপে আলোচনায় সায়েম সামাদ

'এই নির্বাচনে জামায়াতের নারীরা খুবই অ্যাক্টিভ'

চাঁপাইনবাবগঞ্জে তুচ্ছ ঘটনায় জেলেকে পিটিয়ে হত্যা, নারীসহ আটক ৭

ঢাবি প্রশাসন ছাত্রদলের দলীয় প্রশাসনে পরিণত হয়েছে : ডাকসু নেতা

‘পাটোয়ারীর জনপ্রিয়তা দেখে মির্জা আব্বাস মনে হয় আফসােস করছে’