ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৭ দুপুর

ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের

ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে জমি নিয়ে বিরোধে মো. বায়েজিদ (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার খালোতো ভাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে এ ঘটনার পর রাতে অভিযুক্ত রকিবুল হাসান রকি (৩০) নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত বায়েজিদ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়নের কালিয়ারকান্দা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। 

এলাকাবাসী জানান, বায়েজিদের সঙ্গে তার খালাতো ভাই পার্শ্ববর্তী করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের দক্ষিণ নানশ্রী গোলাপদিয়া হাটি গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে রকির জমি নিয়ে বিরোধ ছিল। বিরোধ মিমাংসার কথা বলে বায়েজিদকে মঙ্গলবার বিকেলে রকি তার বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে সটকে পড়েন। স্বজনরা বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

করিমগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম জানান, বায়েজিদকে হত্যা করে হত্যাকারী রকিবুল হাসান রকি নিজেই রাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। এখন তিনি পুলিশ হেফাজতে আছেন। রকি মাদকাসক্ত। বায়েজিদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও এসআই আমিরুল জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ যুবকের

কৃষির উন্নয়নে কৃষকদের স্বাবলম্বী করতে হবে : কৃষি উপদেষ্টা

টেকনাফের ৬ কৃষককে অস্ত্রের মুখে অপহরণের অভিযোগ

খুলনায় প্রকাশ্যে গুলি, মাছ ব্যবসায়ী আহত

বগুড়ায় তারেক রহমানের আগমনকে ঘিরে উৎসবের আমেজ

সবার জন্য চাকরি নিশ্চিতের ধারণা, একটি দাস প্রথার শামিল : প্রধান উপদেষ্টা