অবসরের ঘোষণা দিলেন অরিজিৎ সিং
করতোয়া বিনোদন: সংগীতপ্রেমীদেরকে বিশাল এক চমক দিয়ে জনপ্রিয় প্লেব্যাক গায়ক অরিজিৎ সিং প্লেব্যাক থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।ফেসবুক পোস্টে অরিজিৎ সিং শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি লেখেন, ‘হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আমি আর কোনো নতুন প্লেব্যাক কাজ নেব না। এখানেই ইতি টানছি। এটি ছিল দারুণ এক সফর।’
এই ঘোষণার পর ভক্তদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে হিন্দি সিনেমার গানে অরিজিৎ সিং ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য কণ্ঠ। ২০২৫ সালের শেষ দিক পর্যন্তও তিনি নিয়মিতভাবে হিন্দি ও আঞ্চলিক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। রোমান্টিক ও আবেগী গান থেকে শুরু করে আইটেম সং পর্যন্ত সর্বত্র তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অরিজিৎ সিং উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। এর মধ্যে রয়েছে ‘তুম হি হো’, ‘ছান্না মেরেয়া’, ‘রাবতা’, ‘আগার তুম সাথ হো’, ‘কেসারিয়া’, ‘শায়াদ’, ‘ফির লে আয়া দিল’ এবং ‘এ দিল হ্যায় মুশকিল’।
আরও পড়ুনভবিষ্যতে তিনি কী ধরনের সংগীতচর্চা করবেন, তা এখনো স্পষ্ট নয়। তবে প্লেব্যাক গায়ক হিসেবে তাকে আর দেখা যাবে না বলেই জানিয়ে দিয়েছেন অরিজিৎ।
মন্তব্য করুন


_medium_1769527193.jpg)


_medium_1769514589.jpg)
_medium_1769514453.jpg)

_medium_1769540798.jpg)
