ভিডিও বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৮ জানুয়ারী, ২০২৬, ০১:৪৩ রাত

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির

ছবি: সংগৃহীত, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে বয়কটের আলোচনা আরও জোরালো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন ও ভ্রমণ নীতির প্রতিবাদে এবার যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ উপভোগ না করার আহ্বান জানিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার।

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। যদিও তিন দেশই যৌথ আয়োজক, তবে সবচেয়ে বেশি ম্যাচ ও ভেন্যু রয়েছে যুক্তরাষ্ট্রে। এমন প্রেক্ষাপটে দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ইউরোপের ফুটবল সংশ্লিষ্টরা।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম দার বান্ডকে দেওয়া সাক্ষাৎকারে দুর্নীতিবিরোধী আইনজীবী ও সুইস অ্যাটর্নি মার্ক পিয়েথ বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিরোধীদের দমন, অভিবাসন সংস্থার কঠোর আচরণ এবং ভ্রমণ ঝুঁকি সমর্থকদের সেখানে যাওয়ার জন্য নিরুৎসাহিত করছে। তার মতে, সমর্থকদের জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হলো টেলিভিশনে বিশ্বকাপ উপভোগ করা।

পিয়েথের এই মন্তব্যের প্রতি সমর্থন জানিয়ে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে সেপ ব্লাটার লেখেন, ‘সমর্থকদের জন্য একটাই পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকুন। মার্ক পিয়েথের বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলা যথেষ্ট যৌক্তিক।’

আরও পড়ুন

এদিকে ট্রাম্প প্রশাসনের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা কয়েকটি দেশও জটিলতায় পড়েছে। এর মধ্যে সেনেগাল, আইভরিকোস্ট, ইরান ও হাইতির ওপর বিভিন্ন সময়ে কড়াকড়ি আরোপ করা হয়। যদিও শেষ পর্যন্ত খেলোয়াড়রা ভিসা পেলেও, সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

এই পরিস্থিতিতে জার্মান সকার ফেডারেশনের সহ-সভাপতি ওকে গোটলিচও বিশ্বকাপ বয়কটের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে বয়কটের আহ্বান ফিফার সাবেক সভাপতির

বিশ্বে প্রথম স্বর্ণের সড়ক নির্মাণ করছে দুবাই

আগুনে জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

গাজীপুরে সমাবেশ মঞ্চে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল

ধানের শীষের বিপক্ষে প্রচারণা, ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার

নির্বাচনে মোতায়েন থাকবে ৩৭ হাজার বিজিবি