বাংলাদেশের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে : স্কটল্যান্ড
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জায়গায় শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাংলাদেশের প্রতি সমবেদনা জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। নিরাপত্তা ইস্যুতে ভারত যেতে অস্বীকৃতি জানানোয় গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের বদলি হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ইউরোপিয়ান বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির পেছনে থেকে শেষ করলেও সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে (১৩তম) থাকার সুবাদে বাংলাদেশের পরিবর্তে সুযোগ পায় তারা। এখন দুইবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে একই গ্রুপে খেলবে স্কটল্যান্ড। তাদের সঙ্গী হিসেবে আছে নেপাল ও অভিষেক টুর্নামেন্ট খেলতে যাওয়া ইতালি।
এভাবে বিশ্বকাপে ডাক পাওয়ার পর বাংলাদেশকে নিয়ে নিজেদের অনুভূতির কথা জানান ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড। তিনি জানিয়েছেন, আইসিসি’র আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তারা মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তবে বাংলাদেশের প্রতি সহানুভূতি জানিয়ে স্বীকার করেছেন, প্রচলিত পথেই বিশ্বকাপে জায়গা করে নিতে চেয়েছিলেন তারা। লিন্ডব্লেড বলেছেন, গত কয়েক দিন ভীষণ ব্যস্ত কেটেছে। বিশেষ করে শনিবার সকালে সঞ্জোগ (গুপ্তা) ফোন করার পর, সেটিই ছিল বিশ্বকাপে আমাদের আমন্ত্রণ পাওয়ার প্রথম আনুষ্ঠানিক বার্তা। তিনি আরও বলেছেন, এর আগেই বুধবার বোর্ড মিটিংয়ের পর আমরা বুঝতে পেরেছিলাম, এমন একটি সম্ভাবনা রয়েছে। যেকোনও দায়িত্বশীল সংস্থার মতোই, ভারতের টুর্নামেন্ট শুরু হতে অল্প সময় বাকি থাকায় আমরা সম্ভাব্য নানা পরিস্থিতি ধরে পরিকল্পনা শুরু করি।
আরও পড়ুনবাংলাদেশের প্রতি সহানুভূতির কথা আবারও উল্লেখ করে লিন্ডব্লেড যোগ করে বলেছেন, বাংলাদেশের প্রতি আমাদের পূর্ণ সহানুভূতি রয়েছে। এইভাবে বিশ্বকাপে জায়গা করে নিতে চাইনি এবং কোনও দলই এমন পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে চায় না।
মন্তব্য করুন





_medium_1769453933.jpg)


