আবারও ডিম নিক্ষেপের শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রমনা এলাকায় নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আয়োজিত একটি পথসভায় দুর্বৃত্তরা এই হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রচারণা চলাকালীন কে বা কারা লক্ষ্যভ্রষ্ট করে ডিম নিক্ষেপ করে এবং এতে সাময়িকভাবে কর্মসূচি বিঘ্নিত হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এই ধরনের আক্রমণ এবারই প্রথম নয়। এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় তার নির্বাচনি পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ করা হয়। তবে মঙ্গলবারের ঘটনাতেও নাসীরুদ্দীন কিংবা তার সঙ্গে থাকা নেতাকর্মীদের মধ্যে কেউ বড় ধরনের আঘাত পাননি। বারবার ঘটে যাওয়া এই হেনেস্তার শিকার হয়েও নাসীরুদ্দীন পাটওয়ারী তার নির্বাচনি গণসংযোগ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








_medium_1769460545.jpg)