আয়ারল্যান্ডকে স্তব্ধ করে ইতালির স্মরণীয় জয়
স্পোর্টস ডেস্ক : শেষ ওভারে ১৬ রান দরকার ছিল—গ্র্যান্ট স্টুয়ার্টের টানা তিন ছক্কায় মাত্র তিন বলেই কাজ শেষ। ইতিহাস গড়ে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারাল ইতালি।
দুবাইয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এই নাটকীয় জয়ে আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি ম্যাচ জিতল ইতালি। আগে ব্যাট করে আয়ারল্যান্ড ১৯.৪ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। জবাবে ইতালি ৩ বল হাতে রেখেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।
সাত নম্বরে নেমে গ্র্যান্ট স্টুয়ার্ট ১৯ বলে অপরাজিত ৩৩ রান করেন, যার মধ্যে ছিল ৪ ছক্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস জাগানো এই জয়ে সিরিজ শেষ করল ইউরোপের উঠতি দলটি।
আরও পড়ুনআগামী ৯ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল।
মন্তব্য করুন

_medium_1769453933.jpg)







