দায়িত্ব গ্রহণের চার মাসে দুশো"র অধিক কাজ ও উদ্যোগ নিয়েছে ডাকসু
ঢাবি প্রতিনিধি : দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যেই শিক্ষার্থীদের কল্যাণে ২২৫টি কাজ ও উদ্যোগ বাস্তবায়ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (২৬ জানুয়ারি) মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত ‘ডাকসুর চার মাস: কার্যবিবরণী ও জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ডাকসুর নেতারা।
সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, নির্বাচনের ফল ঘোষণার দিনই তারা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতার অঙ্গীকার করেছিলেন। সেই ধারাবাহিকতায় গত ডিসেম্বরে দুই মাসের কার্যবিবরণী প্রকাশের পর এবার চার মাসের কাজ ও উদ্যোগ তুলে ধরা হলো। শিক্ষার্থীদের যদি মনে হয় কোনো গুরুত্বপূর্ণ কাজ তারা করতে পারেননি, সে বিষয়ে জানালে অবশ্যই তা বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় ‘দায়িত্বগ্রহণের প্রথম চার মাসে ডাকসুর কার্যক্রমের বিবরণী’ এবং ‘প্রতিনিধি সম্মেলন ২০২৫’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, দায়িত্ব গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাজেট সংকট। দীর্ঘদিন ডাকসুকে কার্যত অকার্যকর করে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরে গড়ে ওঠা সিন্ডিকেট শিক্ষার্থীদের কণ্ঠস্বর, স্বচ্ছতা ও জবাবদিহিতা চায় না। তবুও বাজেটের অজুহাতে বসে না থেকে অ্যালামনাই, দেশি-বিদেশি রিসোর্স পারসন ও দাতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত চার মাসে ডাকসুর উল্লেখযোগ্য কাজ ও উদ্যোগের মধ্যে রয়েছে—ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করতে রেজুলেশন পাশ করে প্রশাসনের কাছে প্রস্তাব পাঠানো, শেখ হাসিনার আজীবন সদস্যপদের এখতিয়ার বহির্ভূত রেজুলেশন বাতিল, আড়াই কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় মসজিদে এয়ারকন্ডিশনসহ জরুরি সংস্কার কাজ সম্পন্ন করা।
এ ছাড়া ১ হাজার ৫০০ ছাত্রী ধারণক্ষমতার নতুন ছাত্রী হল নির্মাণ ত্বরান্বিত করতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে একাধিক দফা আলোচনা, অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার ৮০০ কোটি টাকার বাজেট বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং দ্রুততম সময়ে পাঁচটি হলের ভিত্তিপ্রস্তরে সম্মতি আদায়ের কথাও জানানো হয়। ছাত্রীদের জন্য কার্জন হলের কমনরুম ও মসজিদ সংস্কার, কমনরুম ও টিএসসির নামাজের স্থানে নতুন কার্পেট সরবরাহ, ডাকসুর ওয়েবসাইট চালু, আড়াই কোটি টাকা ব্যয়ে একটি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল সেন্টারে ১০টি এয়ার কন্ডিশনার, এক্স-রে, ইসিজি মেশিনসহ আধুনিক যন্ত্রপাতি সংযোজনের কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়।
আরও পড়ুনস্বাস্থ্যসেবার অংশ হিসেবে ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে আমেরিকান ওয়েলনেস সেন্টারের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর, ১১৯ জন শিক্ষার্থীকে নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান এবং হলভিত্তিক ১৮ দফা ছারপোকা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ ছাড়া একাডেমিক এলাকা ও ছাত্রী হলগুলোতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ, মানসিক স্বাস্থ্যের জন্য ‘Serenity Session: Breathe & Bloom’ আয়োজন, সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক সেমিনার এবং বিভিন্ন হাসপাতালে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে সেবা দেওয়া হয়েছে। ডিসেম্বর মাসে বিজয় দিবসকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা, আলপনা উৎসব, সাইকেল র্যালি ও স্ট্যান্ট শো, মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা কর্মসূচির আয়োজন করে ডাকসু।
পাশাপাশি সীরাতুন্নবী (সা.) সন্ধ্যা, নবান্ন উৎসব, নাট্যোৎসবসহ সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়েছে। গবেষণা ও উচ্চশিক্ষা খাতে চারটি সেমিনার, সাতটি আন্তর্জাতিক জার্নালে ফ্রি অ্যাক্সেস, কেন্দ্রীয় লাইব্রেরিতে লাইটিং উন্নয়ন ও নতুন ফ্যান সংযোজন, পরীক্ষার হল বরাদ্দ প্রথা বাতিল, স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ কোর্স এবং বাংলাদেশ স্কিল সামিট আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
নিরাপত্তা ও দক্ষতা উন্নয়নে অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ, মোটরসাইকেল চালনা প্রশিক্ষণ, সেলফ ডিফেন্স কোর্স, ছাত্রীদের জন্য পৃথক জিমনেসিয়াম নির্মাণ, পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি এবং বিভিন্ন ক্রীড়া ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পরিবহন খাতে প্রায় দুই কোটি টাকার বাজেট নিশ্চিত করে জরাজীর্ণ বাস পরিবর্তন, সব রুটে সান্ধ্যকালীন বাস চালু, ১৯টি ইলেকট্রিক শাটল চালু, সব ছাত্রী হলকে ক্যাম্পাস শাটলের আওতায় আনা এবং ক্ষণিকা রুটের বাসগুলোর এক্সপ্রেসওয়ে টোল ফ্রি করার উদ্যোগের কথাও তুলে ধরা হয়।
মন্তব্য করুন









