বগুড়ার শাজাহানপুরে জামায়াতের নির্বাচনি সরঞ্জাম পুড়িয়ে ফেলা ও কর্মিদের হুমকির অভিযোগ
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি সরঞ্জাম ছিঁড়ে ফেলা, পুড়িয়ে ফেলা এবং দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনি কর্মীদের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসারের কাছে অভিযোগ করেছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনি এজেন্ট বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মতিন।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমানের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে একটি মহল পরিকল্পিত ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও অন্যান্য নির্বাচনী সরঞ্জাম ছিঁড়ে ফেলে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
পাশাপাশি নির্বাচনী কর্মিদের ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচনী কার্যক্রমে বাঁধা সৃষ্টি করছে। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি পরিচালনা কমিটির সদস্য সচিব শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।
আরও পড়ুনশাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম জানান, গত ২২ জানুয়ারি উপজেলার নয়মাইল এলাকায় দড়িতে ঝুলানো দাঁড়িপাল্লা প্রতীকের লিফলেট ছিঁড়ে ফেলা, ২৩ জানুয়ারি টেংগামাগুর ও ভাদাইকান্দিতে ব্যানার ছেঁড়া, ফুলদিঘীতে কাপড়ের ব্যানার ছেঁড়া, ২৪ জানুয়ারি সকাল ৮টার দিকে রাণীরহাটে জামায়াতের জনসভার মাইকিংকালে অটোচালককে হুমকি প্রদানের ঘটনা ঘটেছে। যা অত্যন্ত দু:খ জনক ও নির্বাচনি আচরণ বিধি লংঘন।
শাজাহানপুর উপজেলা নির্বাচন অফিসার হাবিবুর রহমান জানান, মৌখিক অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন







