বগুড়ার দুপচাঁচিয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় আনেছা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে দুষ্কৃতকারীরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তার কান থেকে সোনার দুল ছিঁড়ে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে।
জানা গেছে, উপজেলার গুনাহার ইউনিয়নের পাঁচোষা পশ্চিমপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন প্রামানিকের স্ত্রী আনেছা বিবি নিজ বাড়িতেই একাকী বসবাস করতেন। তার একমাত্র ছেলে আমজাদ হোসেন বি জি বিতে কর্মরত রয়েছে। স্থানীয় শফির উদ্দিনের ছেলে মিজানুর রহমান বৃদ্ধাকে দেখাশুনা ও বাজার করে দিতেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টায় বৃদ্ধার খোঁজ নিতে বাড়িতে এসে ডাকাডাকি করেন।
তার কোনো সাড়াশব্দ না পেয়ে শয়ন কক্ষে গিয়ে তাকে গলায় গামছা পেঁচানো মৃত অবস্থায় দেখতে পেয়ে তিনি আশেপাশের লোকজনকে বিষয়টি অবগত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন এবং লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
আরও পড়ুনথানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার কানে ও নাকে রক্তের দাগ দেখা গেছে। এ সংক্রান্তে তার মেয়ে নারগিছ ওই রাতেই অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন







