ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৩২ বিকাল

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রতীকী ছবি

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের ১২টি ঘরসহ ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঘড়িয়াল ডাঙা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চর গতিয়াসাম গ্রামে। আগুনে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে চরাঞ্চলের এসব পরিবার। পরিবার-পরিজন নিয়ে তারা খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন।

চর গতিয়াসাম গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, গতকাল শনিবার সন্ধ্যায় আকস্মিকভাবে হানিফ আলীর ঘর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই পুরো বাড়ি আগুনে জ¦লে উঠে। মুহূর্তের মধ্যে হানিফ ও তার তিন ছেলের এবং প্রতিবেশী এরশাদ আলীর পরিবারের টিনের বাড়ি-ঘর আসবাবপত্র, ধান-চাল, কাপড়চোপড় ও অর্থ আগুনে পুড়ে ভস্মীভূত হয়।

চরাঞ্চলে হওয়ায় পানি ও সরঞ্জামের অভাবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চরবাসীর সহযোগিতায় দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা ধারণা করছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরে সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেক সভায় ৪৫ হাজার ১৯১ কোটি টাকার ২৫ প্রকল্প অনুমোদন

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রাণ গ্রুপে নিয়োগ, ২২ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে: ধর্ম উপদেষ্টা

ওমরা পালনে সৌদি আরবে মারিয়া মিম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে ২৫ হাজার কোটি টাকা