ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৩ রাত

নাটোর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

নাটোর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনি জনসভায় বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।

জানা যায়, গতকাল শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনি সভায় তার এক সমর্থক অপর একজন প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেন।

যা নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একইসাথে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবেনা বলে মুচলেকা প্রদান করেছেন প্রার্থী। এসময় সকলকে আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন তিনি। 

আরও পড়ুন

নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এড. তাইফুল ইসলাম টিপু বলেন, নির্বাচন করতে গেলে অনেক কিছুই হয়। নির্বাচনি জনসভায় একেকজন কর্মী-সমর্থক একেক রকম বক্তব্য দেন। সবকিছু তো নিয়ন্ত্রণ করা যায় না। এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপির প্রার্থীকে নিয়ে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা আপত্তিকর মন্তব্যের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

জেলা বিএনপির সদস্য হয়ে তিনি কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন কথা বলতে পারেন না। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে এবং দ্রুতই দলীয় শৃঙ্খলা ভঙের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর-১ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা

বগুড়ার শেরপুরের ‘মর্ডান ব্রেড এন্ড বিস্কুট’ ফ্যাক্টরিকে ৭০ হাজার টাকা আর্থিক জরিমানা

বগুড়া দুপচাঁচিয়ায় জমি থেকে মাটি কাটার অভিযোগে হাজার টাকা জরিমানা

নানাবাড়ি হিসেবে বৃহত্তর নোয়াখালীর সব আসনে জয় চাইলেন তারেক

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত