ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৩ বিকাল

ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করার আভাস মিলল আজ

সংগৃহিত,ভারত ও চীনের সম্পর্কের বরফ গলতে শুরু করার আভাস মিলল আজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো বিশেষ অভিনন্দন বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশকে ‘ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার’ হিসেবে অভিহিত করেছেন। 

আজ সোমবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এই খবরটি প্রকাশ করেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং তাঁর বার্তায় উল্লেখ করেন, গত এক বছরে ভারত ও চীন সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও বিকাশ ঘটেছে৷ বিশ্বশান্তি ও সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুই দেশের সম্পর্কের এই ইতিবাচক দিককে তিনি একসঙ্গে ড্রাগন ও হাতির নাচন বলে বর্ণনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুই পক্ষই পারস্পরিক উদ্বেগের বিষয়গুলো সমাধান করে বিনিময় ও সহযোগিতা আরও বৃদ্ধি করবে। 

আরও পড়ুন

৩৮শ' কিলোমিটারের দীর্ঘ বিতর্কিত সীমান্ত নিয়ে গত কয়েক বছর ধরে দুই পরাশক্তির মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছিল। বিশেষ করে ২০২০ সালে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর হিমালয় সীমান্ত এলাকায় সামরিক উপস্থিতি বহুগুণ বাড়ানো হয়। তবে গত বছর থেকে উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরের মাধ্যমে সম্পর্কের উন্নতি হতে শুরু করে। 

বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর বৈদেশিক নীতির প্রেক্ষাপটে দুই দেশ নিজেদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সচেষ্ট হয়েছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালে সরাসরি বিমান চলাচলও পুনঃরায় শুরু হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনাচাষে সরিষার আবাদ করে লাভবান সারিয়াকান্দির কৃষক

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার ৬

বগুড়ার সোনাতলার ভেলুরপাড়া-সোনাকানিয়া সড়কে সিসি ব্লক ব্যবহার না করায় ধসে যাওয়ার শঙ্কা

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পৃথক মেয়াদে ২ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার আদমদীঘিতে ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণসংযোগ