ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৪:১৪ দুপুর

গালাগাল শুনে বাংলাদেশ ইস্যুতে গিলেস্পির পোস্ট ডিলিট!

গালাগাল শুনে বাংলাদেশ ইস্যুতে গিলেস্পির পোস্ট ডিলিট!, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ভারতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আক্রমণের শিকার হয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার, পাকিস্তানের সাবেক প্রধান কোচ জেসন গিলেস্পি। অনলাইনে গালাগাল ও আক্রমণের শিকার হয়ে শেষ পর্যন্ত তিনি পোস্টটি মুছে ফেলতে বাধ্য হন।

এক্সে সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে গিলেস্পি আইসিসি’র সিদ্ধান্ত নিয়ে কৌতূহল প্রকাশ করে জানতে চান কেন বাংলাদেশকে ভারতের বাইরে ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। তিনি উদাহরণ টেনে বলেন, অতীতে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সুযোগ দেওয়া হয়েছিল। গিলেস্পির পোস্টে লেখা ছিল, ‘আইসিসি কী ব্যাখ্যা দিয়েছে কেন বাংলাদেশ তাদের ম্যাচগুলো ভারতের বাইরে খেলতে পারবে না অতীতে ভারত পাকিস্তানে খেলতে না চাইলে তাদের ম্যাচ বাইরে আয়োজন করা হয়েছিল তাহলে এখন এই সিদ্ধান্তের ভিত্তি কী কেউ কি বিষয়টা পরিষ্কার করে বলতে পারেন।

এই প্রশ্নের পরপরই গিলেস্পি সামাজিক মাধ্যমে তীব্র আক্রমণ ও কটূক্তির শিকার হন। পরে এক ব্যবহারকারী পোস্টটি কেন মুছে ফেলেছেন জানতে চাইলে গিলেস্পি বলেন, একটা সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল করা হয়েছে তাই পোস্টটি মুছে ফেলেছি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গালাগাল শুনে বাংলাদেশ ইস্যুতে গিলেস্পির পোস্ট ডিলিট!

বিক্ষোভের উসকানিদাতাদের কোনো ছাড় নয় : ইরান

মেক্সিকোতে ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১

রাফাহ সীমান্ত সীমিত পরিসরে খুলতে রাজি ইসরায়েল

বিশ্বকাপ লড়াইয়ের আগে আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ ও প্রতিপক্ষ যারা

মঙ্গলবার ময়মনসিংহ যাচ্ছেন তারেক রহমান