ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৬, ০৯:২৯ রাত

সৌদি আরবে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব

সৌদি আরবে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব

দীর্ঘদিন মাঠের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার গুঞ্জন আবারও জোরালো হচ্ছে। এরমধ্যেই তাকে দেখা গেল ‘বাংলাদেশ’ নামের একটি দলের জার্সিতে।

২০২৪ সালের সেপ্টেম্বর মাসে ভারতের কানপুরে বাংলাদেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন তিনি। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও নিরাপত্তা ইস্যুতে দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় লাল-সবুজ জার্সিতে তাকে আর দেখা যায়নি।

 

তবে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইঙ্গিত দিয়েছে, ফিটনেস ঠিক থাকলে নির্বাচক প্যানেল আবারও সাকিবকে দলে ডাকার কথা বিবেচনা করতে পারে।

জাতীয় দলে ফেরার অপেক্ষার মাঝেই ক্রিকেটের মধ্যেই আছেন এই অলরাউন্ডার। সম্প্রতি সৌদি আরব ক্রিকেট ফেডারেশন আয়োজিত ‘ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল’-এ তিনি ‘বাংলাদেশ’ নামক একটি দলের হয়ে মাঠে নেমেছিলেন। ২০ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত রিয়াদে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাকিবের সরব উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

 

ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল মূলত 'এফ২ ডাবল উইকেট ওয়ার্ল্ড কাপ'-কে কেন্দ্র করে আয়োজিত একটি উৎসব। এটি ক্রিকেটের একটি উদ্ভাবনী এবং অত্যন্ত উত্তেজনাপূর্ণ ফরম্যাট, যেখানে ১০টি আন্তর্জাতিক দল অংশ নিয়েছে। মাত্র চার দিনে ২৩টি শ্বাসরুদ্ধকর ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টটি সম্পন্ন হয়।

আরও পড়ুন

এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন বিশ্বের একঝাঁক তারকা ক্রিকেটার।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: সাকিব আল হাসান, শোয়েব মালিক, ইমরান তাহির, আসিফ আলী, ইরফান পাঠান, স্টুয়ার্ট বিনি, হার্ডাস ভিলজোয়েন, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, খালিদ শাহ, জোসেফ বার্নস, সামিত প্যাটেল, ফরহাদ রেজা, ওয়াইজ শাহ, বেন কাটিং, নাঙ্গেয়ালিয়া খারোতে এবং মারুফ মার্চেন্ট।

 

বিশ্বের নামিদামি এসব তারকারা সৌদি আরবের উদীয়মান এবং প্রতিষ্ঠিত জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। এর মাধ্যমে বিশ্ব ক্রিকেটের মঞ্চে সৌদি আরবের ক্রমবর্ধমান উপস্থিতি এবং তাদের সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটেছে।

ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যাল কোনো স্বীকৃত টুর্নামেন্ট না হলেও, সাকিব সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি লিগে অংশ নিয়েছেন। সেখানে এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচে ১১৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৩টি উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে ‘বাংলাদেশ’ দলের হয়ে খেললেন সাকিব

সিরাজগঞ্জের ১২ কারাবন্দি ভোট দেবেন

বগুড়ায় জোড়া খুনের মামলার আসামির জামিন নামঞ্জুর

বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এনসিপি’র গণসংযোগ

চট্টগ্রামে তারেক রহমানের জনসভা থেকে ১৮টি মাইক চুরি

আগামীর নির্বাচন, তরুণদের নতুন দল, শিক্ষাব্যবস্থা নিয়ে কী ভাবছেন বগুড়ার তরুণ প্রজন্ম?