বগুড়ার দুপচাঁচিয়ায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এনসিপি’র গণসংযোগ
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের ১১ দলীয় জামায়াতের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে আজ রোববার (২৫ জানুয়ারি) দাঁড়িপাল্লায় ভোট চেয়ে এনসিপি গণসংযোগ করে। দুপচাঁচিয়া উপজেলা সদরের থানা বাসস্ট্যান্ড, মেইল বাসস্ট্যান্ড, সিও অফিস বাসস্ট্যান্ড, কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করে দাড়িপাল্লায় ভোট চান।
এই গণসংযোগে অংশগ্রহন করেন, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, বগুড়া-৩ আসনের গণভোটের অ্যাম্বাসেডর এড. ইজাজ আল ওয়াসী জ্বীম, জেলা এনসিপি’র আহ্বায়ক এম এস এ মাহমুদ, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংগঠনিক সংগঠক শওকত ইমরান, দুপচাঁচিয়া উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক আবু বক্কর সিদ্দিক, জাতীয় যুব শক্তি বগুড়া জেলা আহ্বায়ক মহিদুল নবী মিশু, দুপচাঁচিয়া উপজেলা জাতীয় যুব শক্তি প্রধান সমন্বয়ক মাহমুদুল লাকি, জেলা ছাত্র শক্তির আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলী প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন








_medium_1769353702.jpg)