ভিডিও সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

প্রকাশ : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৩:২৭ দুপুর

আর্সেনালকে হারিয়ে দুর্দান্ত জয় ম্যানইউ’র 

আর্সেনালকে হারিয়ে দুর্দান্ত জয় ম্যানইউ’র , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : নাটকীয় পাঁচ গোলের ম্যাচে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের শেষ দিকে জয়সূচক গোলটি করেন মাথেউস কুনহা। রোববার রাতে এমিরেটস স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে ঘরের মাঠে মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা হলো আর্সেনালের। শিরোপার দৌঁড়ে থাকা অন্য দুই প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয় পাওয়ায় লিগ টেবিলে আর্সেনালের লিড কমে দাঁড়িয়েছে চার পয়েন্টে। 

ম্যাচে প্রভাব বিস্তার করেই শুরু করেছিল আর্সেনাল। ২৯ মিনিটে আত্মঘাতী গোলে ম্যানচেস্টার ইউনাইটেডকে পিছিয়ে দেয় তাদেরই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। তবে মার্টিন জুবিমেন্দির একটি ঢিলেঢালা পাস আর্সেনালকে চাপে ফেলে দেয়। সেই সুযোগে ব্রায়ান এমবুয়েমো একক প্রচেষ্টায় গোলকিপার ডেভিড রায়াকে কাটিয়ে বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে ম্যাচে ফেরান। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটেই স্বাগতিকদের চমকে দেয় ইউনাইটেড। ম্যাচের ৫০ মিনিটে প্যাট্রিক ডরগু দুর্দান্ত এক শটে ক্রসবারের নিচে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন।

আরও পড়ুন

ম্যাচে ফেরার কৌশল হিসেবে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা একসঙ্গে চারটি পরিবর্তন আনেন। নামানো হয় ভিক্টর গিওকারেস, এবেরেচি এজে, মিকেল মেরিনো ও বেন হোয়াইটকে। ৮৪ মিনিটে কর্নার থেকে বল পেয়ে মেরিনো গোল করলে অন্তত এক পয়েন্ট আদায় করবে আর্সেনাল বলে মনে হচ্ছিল। কিন্তু মাত্র তিন মিনিট পর বদলি খেলোয়াড় মাথেউস কুনহা ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে জালের নিচের কোনে বল পাঠিয়ে ইউনাইটেডকে নাটকীয় জয় এনে দেন। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনালকে হারিয়ে দুর্দান্ত জয় ম্যানইউ’র 

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন সর্বমিত্র

সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা হবে : ইসি সচিব

চানখারপুলে ছয়জনকে হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ

নির্বাচনি প্রচারণায় ধর্মীয় অনুভূতির অপব্যবহার করা হচ্ছে : মাহদী আমিন

নাসীরুদ্দীন পাটওয়ারীর মানসিক চিকিৎসা প্রয়োজন : ইশরাক