ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:৫৫ রাত

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়

স্বাস্থ্যকথা ডেস্ক : প্রতিদিনের ব্যস্ততা, মানসিক চাপ আর অনিয়মিত জীবনধারার কারণে সবারই মাঝেমাঝে সঠিক সময়ে খাবার খাওয়া হয়ে ওঠেনা। কেউ আবার ইচ্ছা করেই না খেয়ে থাকেন। তবে ডায়াবেটিস রোগীর জন্য এমন কাজ বিপদজ্জনক হতে পারে।

না খেলে ডায়াবেটিস বাড়বে না একথা ভেবে না খেয়ে থাকা তো মারাত্মক ভুল। কারণ, খালি পেটে রক্তে শর্করা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে যেতে পারে। এই ফাস্টিং হাইপারগ্লাইসেমিয়া নিয়ে সচেতন হওয়া জরুরি, যেন সঠিক ব্যবস্থাপনা করা যায়।

খালি পেটে শর্করা বেড়ে যাওয়ার পেছনে লিভার, হরমোন এবং ঘুমের সময় শরীরের বিভিন্ন পরিবর্তন দায়ী। তবে নিয়মিত পরীক্ষা ও সঠিক জীবনধারা বজায় রাখলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

খালি পেটে রক্তে শর্করা বাড়ার কারণ

লিভার থেকে অতিরিক্ত গ্লুকোজ নিঃসরণ : রাতে বা দীর্ঘ সময় খালি পেটে থাকার ফলে লিভার দেহকে শক্তি দিতে গ্লুকোজ নিঃসরণ করে। অনেক সময় এমন ক্ষেত্রে অতিরিক্ত গ্লুকোজ নিঃসরণের কারণে রক্তে শর্করা বেড়ে যায়।

আরও পড়ুন

হরমোনাল পরিবর্তন : খালি পেটে কর্টিসল ও গ্লুকাগন হরমোন বেড়ে যায়। এগুলো রক্তে শর্করা বাড়াতে সহায়তা করে। সকালের ডোর্নিং ফেনোমেন : ঘুম থেকে ওঠার সময় অনেকের রক্তে স্বাভাবিকের চেয়ে বেশি শর্করা থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায়।

ওষুধ বা ইনসুলিনের সময়সূচি : যদি ওষুধ বা ইনসুলিন ঠিক সময়ে না নেওয়া হয়, তাহলে শর্করা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়। কারণ, খাবারের শর্করা অনিয়ন্ত্রিতভাবে রক্তে চলে আসে।

স্ট্রেস ও মানসিক চাপ : উদ্বেগ, চাপ বা অনিদ্রা কর্টিসল হরমোন বৃদ্ধি করে, যার ফলে রক্তে শর্করা বাড়তে পারে।

যা করবেন : নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করুন। ডাক্তারের পরামর্শে ওষুধ বা ইনসুলিন ব্যবহার করুন। হালকা ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সকালের নাস্তায় স্বাস্থ্যকর ও আঁশযুক্ত খাবার রাখুন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেশিক্ষণ না খেয়ে থাকলেই রক্তে শর্করা বেড়ে যায়

শেখ হাসিনার ফাঁসির রায়ে শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ প্রকাশ, মিষ্টি বিতরণ

ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয় : প্রধান উপদেষ্টা

বগুড়ায় গান পাউডার ও পটকাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খামার মালিককে বেঁধে রেখে গরু ছিনতাই গ্রেফতার ৩

অ্যাটকোর মহাসচিব হলেন ইটিভি চেয়ারম্যন আব্দুস সালাম