আকবরের নেতৃত্বে হংকংয়ে যাচ্ছে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : আকবর আলীর হাত ধরে বাংলাদেশ জিতেছিল তাদের একমাত্র আইসিসি শিরোপা। ২০২২ অ-১৯ বিশ্বকাপ জেতা এই উইকেটরক্ষক ব্যাটার অবশ্য পরে বাংলাদেশের জাতীয় দলে খেলার সুযোগ পাননি এখনও। তবে তার সামনে আবারও বাংলাদেশের অধিনায়ক হওয়ার সুযোগ এসেছে। এবার মঞ্চটা হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টের।
সেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটার আকবর আলী। আগামী ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের টিন কুং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলটির নাম ঘোষণা করেছে। এখনও পর্যন্ত হংকং সিক্সেসের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। তবে গত আসরে দুর্দান্ত পারফরম করে সেমিফাইনালে উঠেছিল দলটি। এবার সেই সাফল্য আরও এগিয়ে নিতে চায় টাইগাররা।
আরও পড়ুনদলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। গত আসরেও তিনি দলের হয়ে খেলেছিলেন। গত বছরের আসরে দুর্দান্ত পারফরম্যান্স করা ওপেনার জিশান আলমও দলে আছেন। তিনি চার ম্যাচে ১৫২ রান করেছিলেন ৭৬ গড়ে, সঙ্গে নিয়েছিলেন ৬ উইকেট। দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিনও, যিনি গত আসরে চার ম্যাচে তিনটি উইকেট নিয়েছিলেন। জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও এবার দলে যুক্ত হয়েছেন। তিনি তিন ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দলটির বাকি সদস্যরা হলেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।
মন্তব্য করুন


.jpg_medium_1761752902.jpg)



_medium_1761746067.jpg)



