ইতালির সাবেক কোচকে নিয়োগ দিল জুভেন্টাস
টানা আট হারের পর কোচ ইগর টিউডরকে গত সোমবার বরখাস্ত করেছিল জুভেন্টাস। এবার তার স্থলাভিষিক্ত হয়ে যাচ্ছেন ইতালির সাবেক জাতীয় দলের কোচ লুসিয়ানো স্পালেত্তি। ইতালির সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন স্পালেত্তিকে জুভেন্টাসের নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে।
প্রতিবেদননে বলা হয়, স্পালেত্তির সঙ্গে জুভেন্টাসের চুক্তি চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি হবে তাঁর সঙ্গে চুক্তি করবে ইতালির ক্লাবটি। তবে ক্লাবের পারফরম্যান্সে সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে। চুক্তির সব আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার পরই অফিসিয়াল ঘোষণা দেবে ক্লাবটি।
৬৬ বছর বয়সি স্পালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন।
আরও পড়ুনইতালির মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন, ‘জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যে কোনো কোচের জন্য বড় সম্মান। জাতীয় দলের পর আবার ক্লাব ফুটবলে ফিরতে পারলে সেটা আমার জন্য দারুণ হবে।’
সিরি’আ তে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় উদিনেসের বিপক্ষে মাঠে নামবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছে এই ম্যাচ শেষে কিংবা আগামীকাল নতুন কোচের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তুরিনের ক্লাবটি।
মন্তব্য করুন


.jpg_medium_1761752902.jpg)


_medium_1761746067.jpg)




