ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজারে সড়ক অবরোধ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজারে সড়ক অবরোধ,ছবি: সংগৃহীত।

রাজধানীর কারওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এতে কারওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। সরকার ট্রেনিং দেওয়ার নামে সময়ক্ষেপণ করেছে। প্রতিটি ট্রেনিংয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণ করে এ টাকা আনায় এখন পরিবার নিয়ে কষ্টে আছি। আমাদের যেকোনোভাবে মালয়েশিয়া পাঠাতে হবে, নইলে ঋণের বোঝা আর সইতে পারবো না। তারা আরও বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

আরও পড়ুন

কারওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান বলেন, আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে : তথ্য উপদেষ্টা

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

জুলাই সনদের ভিত্তিতে ইইউকে নির্বাচনের কথা জানাল জামায়াত

থালাপতি বিজয়ের বাড়িতে হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার

পূজা নিয়ে কোথাও কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রত্যেক নিহতের পরিবার পাবে ২৭ লাখ টাকা : বিজয়