হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

মফস্বল ডেস্ক: রাজধানীর লালবাগে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযান চলাকালে ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়। ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামে ওই ভবন থেকে যেসব গাড়ি উদ্ধার করা হয়েছে, তার মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। বাড়ির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনও তথ্য দিতে পারেননি। যৌথবাহিনী জানিয়েছে, অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
আরও পড়ুনএ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, মূলত সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হচ্ছে। আমাদের একটি টিমও সেখানে আছে। তবে এ অভিযান কোন বিষয়ে তা আমরা জানি না। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।
মন্তব্য করুন